কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২২ এবং জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-১) কর্মকর্তা কামাল উদ্দিন দ্য রিপোর্টকে জানান, কোতোয়ালিতে বিএনপির ৩ ছাত্রশিবিরের ২, সদর দক্ষিণে জামায়াত-শিবিরের ৭, চৌদ্দগ্রামে বিএনপির ৯, নাঙ্গলকোটে জামায়াতের ২, বরুড়ায় বিএনপির ১, জামায়াতের ১, মুরাদনগরে বিএনপির ১, চান্দিনায় বিএনপির ১, জামায়াতের ১, তিতাসে ছাত্রশিবিরের ১, বুড়িচংয়ে জামায়াত-শিবিরের ২, ব্রাহ্মণপাড়ায় শিবিরের ১, হোমনায় বিএনপির ২ এবং দাউদকান্দিতে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)