যশোর সংবাদদাতা : যশোর-১ সদর আসনের এমপি খালেদুর রহমান টিটোর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমপির ছেলে অ্যাডভোকেট খালেদ হাসান জিউস দ্য রিপোর্টকে জানান, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত তাদের বাড়ির সামনে আসে। এ সময় তারা একটি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বাড়ির সামনে একটি ট্রাকে থাকা শ্রমিকদের কাছ থেকে তারা বিষয়টি জেনেছেন বলেও জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুর্বৃত্তরা এমপির বাড়ির দেয়ালে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

পুলিশ বোমার আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএম/এআইএম/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)