নাটোরে পুলিশ কর্মকর্তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, আটক ২
নাটোর সংবাদদাতা : নাটোরে পুলিশ কর্মকর্তার গাড়িতে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় সোমবার সকালে এ ঘটনাটি ঘটে।
সেখান থেকে শহিদুল ইসলাম ও আব্দুস সামাদ নামের দুজনকে আটক করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন দ্য রিপোর্টকে জানান, কুষ্টিয়া থেকে রংপুরগামী পুলিশের ভিআইপি পরিবহনে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সদর থানা পুলিশ দুই বিএনপি কর্মীকে আটক করে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)