দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যাংক হলিডে’র কারণে আগামীকাল ৩১ ডিসেম্বর, মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলোর আর্থিক বছর ডিসেম্বরে শেষ হওয়ার কারণে ৩১ ডিসেম্বরের আগেই এসব প্রতিষ্ঠান সাড়া বছরের হিসেব চূড়ান্ত করে। এজন্য ৩১ ডিসেম্বর এসব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারে টাকার সরবরাহ বন্ধ থাকে। যে কারণে শেয়ার লেনদেন হয় না।

তবে আগামী বুধবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে যথারীতি লেনদেন চলবে।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ৩০, ২০১৩)