যশোরে অবরোধের চেষ্টা, পুলিশের লাঠিচার্জে আহত ৫
যশোর সংবাদদাতা : যশোর-বেনাপোলে সড়কের চাঁচড়া মোড়ে অবরোধের চেষ্টা করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্নাসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন অভিযোগ করে দ্য রিপোর্টকে জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা শহরতলির চাঁচড়া চেকপোস্ট মোড়সহ ৫টি পয়েন্টে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে চাঁচড়া চেকপোস্ট মোড়ে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফজলে রাব্বি মো. পাশা, জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্নাসহ ৫ জন আহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, এ সময় হোটেলে নাশতা করতে আসা লোকজনকেও পুলিশ মারপিট করেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ দ্য রিপোর্টকে জানান, অবরোধের চেষ্টা করায় ধাওয়া দেওয়া হয়েছে। অবরোধকারীরা পালিয়ে যাওয়ায় এখন যশোর-বেনাপোল সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, যশোর থেকে দূরপাল্লার পরিবহন যাতায়াত বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে কিছু গাড়ি চলাচল করছে।
(দ্য রিপোর্ট/জেএম/এএস/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)