সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজারে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও অপর দুজন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ভোলা (১০) সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে। সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

দ্য রিপোর্টকে পুলিশ জানায়, সকালে একটি ট্রাক কাজীপুর যাওয়ার পথে পিপুলবাড়িয়া বাজারে একটি যাত্রীবাহী রিকশাভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এক শিশু নিহত ও অপর দুই যাত্রী আহত হন।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)