মিশরে আল-জাজিরার ৩ সাংবাদিক গ্রেফতার
দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে আল-জাজিরার তিন সাংবাদিককে রবিবার রাতে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
আটকদের মধ্যে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটির ব্যুরো চিফ মোহাম্মেদ ফাদেল ফাহমি ও বিবিসির সাবেক প্রতিনিধি পিটার গ্রেস্টে রয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কায়রোর একটি হোটেলের কক্ষে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্যদের সঙ্গে বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের ক্যামেরা, রেকর্ডিং ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
ওই বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সাংবাদিকরা ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ’ সংবাদ প্রচার করছিল।
এদিকে, পর্যবেক্ষকরা জানিয়েছেন, মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরে গণমাধ্যমের পরিবেশ আমূল বদলে গেছে।
অনেক ইসলামভিত্তিক টেলিভিশন চ্যানেল মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব টেলিভিশন চ্যানেলের কর্মরত সাংবাদিকদের সাময়িকভাবে আটকও করা হয়েছিল।
এদিকে, রাজধানী কায়রোতে পুলিশ ও মুসলিম ব্রাদারহুড সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সাংবাদিক গ্রেফতারের এ ঘটনা ঘটল। এ সংঘাতে তিনজন নিহত হয়েছে। পুলিশ মুসলিম ব্রাদারহুডের ২৫৬জন সমর্থককে আটক করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির নীল ডেলটা এলাকায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলার অভিযোগে চলতি সপ্তাহে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে দেশটির গণগ্রেফতারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র : বিবিসি
(দ্য রিপোর্ট/কেএন/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)