চীনে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন সমকামী!
দ্য রিপোর্ট ডেস্ক : চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন সমকামী। দেশটির সবচেয়ে বড় ডেটিং ও বিয়ে বিষয়ক ওয়েবসাইট জিয়ায়ুয়ান ডটকমের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।
জরিপে অংশ নেওয়া পাঁচ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী জানিয়েছে, তারা জীবনে একবার হলেও সমলিঙ্গের কারো প্রেমে পড়েছেন।
চীনে এই প্রথম সমকামী সম্পর্ক নিয়ে কোনো জরিপ করা হয়েছে। জরিপটিতে ৩৬টি শহরের আট হাজার ৮৯৪ জন অংশ নিয়েছেন।
সমকামী সম্পর্কের পাশাপাশি ওই জরিপে শিক্ষার্থীদের সম্পর্কের ধরন নিয়ে বিভিন্ন বিষয় উঠে এসেছে। ওই জরিপে দেখা গেছে, অংশ নেওয়া শতকরা ১০ শতাংশ শিক্ষার্থীর কোনো ধরনের সম্পর্কই নেই। অংশ নেওয়া ১৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা ত্রিমুখী সম্পর্কে জড়িত।
(দ্য রিপোর্ট/কেএন/এমসি/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)