বান্দরবান সংবাদদাতা : অবৈধ অনুপ্রবেশের দায়ে বান্দরবানে সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে জেলা সদরের হলুদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর থানা পুলিশের এসআই মোহাম্মদ নাছিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার হলুদিয়া থেকে সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে। আটকরা হলেন- মোহাম্মদ নূর, আবু ছিদ্দিক, শাহ আলম, সলিম উল্লাহ, জাকারিয়া, আরিফ ও রফিক। তাদের বিরুদ্ধে সদর থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা হয়েছে।

সদর থানার এসআই মোহাম্মদ নাছির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের হলুদিয়ায় অভিযান চালিয়ে সাত মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/এএস/এএস/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)