সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামকে তার বাড়ি থেকে কে বা কারা ধরে নিয়ে গেছে। সোমবার সকাল ৯টার দিকে কাসেমপুরের বাড়ি থেকে সাদা পোশাকধারীরা তাকে ধরে নিয়ে যায়। পুলিশ বলেছে, তার আটকের বিষয়ে তাদের কিছু জানা নেই।

চেয়ারম্যান আনারুল ইসলামের ভাই আব্দুল গফ্ফার দ্য রিপোর্টকে জানান, সকালে কয়েকজন লোক একটি সাদা মাইক্রোবাসে এসে বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) সরদার মোশারফ হোসেন তার গ্রেফতারের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান বিষয়টি শুনেছেন উল্লেখ করে বলেন, আমরা ওই মাইক্রোবাসটি খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি।

এদিকে বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনী রবিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করেছে।

আটকরা হলেন- সদর উপজেলার ভবানীপুর গ্রামের বিএনপিকর্মী শাহাজুদ্দীন গাজী, বালিয়াডাঙ্গা গ্রামের জামায়াতকর্মী আবু তালেব সরদার ও শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের জামায়াতকর্মী মোশাররফ হোসেন। তাদের মধ্যে মোশাররফ হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)