সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার তাহিরপুর উপজেলায় ট্রলিচাপায় আকবর মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা। সোমবার দুপুর সাড়ে ১২টায় লাকমাছড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রলিটি আটক করেছে। তবে চালক পালিয়ে যায়।

শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য লাকমা গ্রামের বাসিন্দা সাফিল মিয়া দ্য রিপোর্টকে জানান, আকবর মিয়া সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে ট্রলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপুাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান দ্য রিপোর্টকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)