কুষ্টিয়ায় হানিফের নির্বাচনী ক্যাম্পে আগুন, আটক ৪
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদরে মাহবুব-উল আলম হানিফের নিবার্চনী ক্যাম্পে আবারো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। কুষ্টিয়ার মজমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মান্নান খালী ব্রিজ সংলগ্ন ক্যাম্পে সোমবার ভোররাতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আটকরা হলেন- মজমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম কাক্কু (৪৫), হেকমত আলী (৪০), তোফা (৩০) ও মজিদ হোসেন (২৫)।
কুষ্টিয়া সদর থানার ওসি বেলায়েত হোসেন জানান, আটকরা নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা খোদেজা খাতুন আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, গত ২৭ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে হরিপুর ইউনিয়নের দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল সংলগ্ন আওয়ামী লীগ নেতা হানিফের নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় জাসদ নেতারা হানিফের সমর্থনে এ ক্যাম্পটি স্থাপন করেছিল।
(দ্য রিপোর্ট/এফএ/এফএস/এএস/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)