দ্য রিপোর্ট প্রতিবেদক : মধ্যবিত্ত সমাজের টানাপোড়েন এবং তার সাথে সম্পৃক্ত নানা সমস্যাকে ধারণ এবং লালন করে একজন নারীকে সমাজে চলতে হয়। বারবার উপলিব্ধি করতে হয় পুরুষতান্ত্রিকতার তীব্র কষাঘাত। আর নাগরিক জীবনে কষাঘাত আরও তীব্রতর।

পান থেকে চুন খসে পড়লেই শুরু সামাজিক জটাজাল। তার সাথে অরাজনৈতিক ক্রিয়াকলাপ ও প্রশাসনিক অপতৎপরতার পরিণতি এবং তা থেকে উত্তরণের পথ এসবের সমন্বয়ে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘নারী’ ।

এটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মোস্তফা মনন। মোস্তফা মনন নাটকটি সম্পর্কে দ্য রিপোর্টকে বলেন, নারী নিয়ে ভাবনার চেয়ে দূর্ভাবনা বেশি। এই সময়ের গল্প নারী। শীঘ্রই এটির প্রচার শুরু হবে। একটি মেয়ের জ্বলে ওঠার গল্প নারী। বিভিন্ন চরিত্রের কুশিলবরা হলেন- সুমাইয়া সিমু, তুষ্টি, হাসিন, জর্জ, সারেরী আলম, শতাব্দী ওয়াদুদ, পরিমনি, সাজ্জাদ রেজা, স্নিগ্ধা মমিন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএ/ডিসেম্বর ৩০, ২০১৩)