মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ ধস্তাধস্তি, ৫ গাড়ি ভাঙচুর
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিনসহ ৫ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্র দাবি করেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা ৫টি গাড়ি ভাঙচুর করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের নেতৃত্বে দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর সেতু এলাকায় কয়েকশ নেতাকর্মী নিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মুক্তারপুর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)