অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : অনলাইন সাংবাদিকদের নয়াপল্টনে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈসা বলেন, ৩০ ডিসেম্বর সকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনলাইন সাংবাদিকেরা পুলিশের কাছে লাঞ্ছিত হন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের উপর হামলাকারীদের পুলিশ গ্রেফতার করেনি। এভাবে অনলাইন সাংবাদিকদের উপর বারবার বাধা প্রদান করা হলে তারা রাজপথে নামতে বাধ্য হবে।
(দ্য রিপোর্ট/ওএস/এফএস/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)