এবারো শীর্ষে মনিপুর স্কুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশের মধ্যে প্রাথমিক সমাপনীতে এবারো শীর্ষ স্থা্ন ধরে রেখেছে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। ৬৮ দশমিক ৫৩৪৫ নম্বর পেয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বিদ্যালয়টি। এ বিদ্যালয়ের দুই হাজার ৮৩৬ পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৬১৪ জনই জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা মতিঝিলের ন্যাশনাল আইডিয়াল স্কুল পেয়েছে ৪৪ দশমিক ৬৩৮৬। তৃতীয় অবস্থানে আছে মাইলস্টোন প্রিপারেটরী কেজি স্কুল। রাজধানীর এ বিদ্যালয়টির অর্জিত মান ৪২ দশমিক ৭১৫৮।
ডিআরভুক্ত ছাত্র-ছাত্রী সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্তি, পাশের হার ও পরীক্ষায় অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের হারের ভিত্তিতে দেশ সেরা ২০ প্রতিষ্ঠান তালিকা তৈরি করা হয়।
এ বছর তালিকা অনুসারে পর্যায়ক্রমে দেশের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে- রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রামনার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল, গুলশানের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুরের মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল, চট্টগ্রাম বন্দরের বিএন স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্টের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, ডেমরার একে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্টের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা সদরের খুলনা জিলা স্কুল, রংপুর সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গুলশানের বনানী বিদ্যানিকেতেন স্কুল অ্যান্ড কলেজ এবং খুলনা সদরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
(দ্য রিপোর্ট/আরএমএম/এআইএম/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)