গোলাম মোস্তফাসহ কতিপয় লেনদেন তদন্তে বিএসইসির কমিটি গঠন
দ্য রিপোর্ট প্রতিবেদক : তাকাফুল ইন্স্যুরেন্সের অধিক পরিমান শেয়ার ধারণ এবং কতিপয় শেয়ারের অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সোমবার ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‘স্টার শেয়ার বাজার লিমিটেড’ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা কর্তৃক সম্মিলিতভাবে তাকাফুল ইন্স্যুরেন্সের ১০ শতাংশেরও বেশি শেয়ার ধারণের বিষয়টি খতিয়ে দেখবে বিএসইসি।
এছাড়া কতিপয় শেয়ারের অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে কমিশন। এ লক্ষ্যে সিলেট সিকিউরিটিজের ৫টি বিও, এআইবিএলের ৯টি বিও এবং আরও একটি হাউজের ২টি বিও হিসেবের লেনদেন তদন্ত করা হবে বলে জানা গেছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৬৯ এর ২১ ধারা অনুসারে এ তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশ জারির দিন থেকে কমিটিকে ২টি পৃথক তদন্ত প্রতিবেদন পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
উল্লে্খ্য, শেয়ারবাজার কারসাজির অভিযোগে গোলাম মোস্তফার নাম একাধিকবার উঠে এসেছে।
(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/রাসেল/ডিসেম্বর ৩০, ২০১৩)