অস্ট্রেলিয়ায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ক্রিস্টাইন’
দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ঘণ্টায় প্রায় ২শ’ কিলোমিটার বেগে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ক্রিস্টাইন’। ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাতের দিকে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পশ্চিম অস্টেলিয়ার পোর্ট হেডল্যান্ড, সাউথ হ্যাডল্যান্ড ও পিলবারা উপকূল এলাকায় দেশটির সরকার জরুরি সতর্কতা জারি করেছে। ওই সব অঞ্চলের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ওই অঞ্চলের সব দোকান-পাট ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
পার্থের সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের মুখপাত্র নেইল বেন্নেট জানান, এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর প্রভাবে ইতোমধ্যেই পোর্ট হেডল্যান্ড এলাকায় ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছে।
তিনি জানান, ঝড়ের সময় এ গতি দুশ’ কিলোমিটার ছাড়িয়ে যাবে।
ঘূর্ণিঝড়ের কারণে কারাথা এবং হেডল্যান্ড প্রদেশে ভূমিধস ও জলোচ্ছ্বাস ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক সতর্কবার্তায় পশ্চিম অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিস্টিয়ানের প্রভাবে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।
দেশটির আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য মতে, পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমে বছরে সবচেয়ে বেশি মৌসুমী ঝড় আঘাত হেনে থাকে। প্রতি বছর গড়ে দু’টি করে ঝড় এই অঞ্চলে আঘাত হানে।
(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/রাসেল/ডিসেম্বর ৩০, ২০১৩)