দ্য রিপোর্ট প্রতিবেদক : অন্যসব পণ্যের ন্যায় পত্রিকার হকারদেরও ব্যবসায়ে মন্দাবস্থা চলছে। রাজনৈতিক অস্থিরতার কারণে এ অবস্থা বলে জানান পত্রিকার হকার ব্যবসায়ীরা।

সাধারণত দেশে কোন ধরনের বড় বা আলোচিত ঘটনা ঘটলে তার পরের দিন পত্রিকা ক্রয়ে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ করা যায়। কিন্তু সরকার ও বিরোধী দলের মধ্যে রবিবার রাজনৈতিক আলোচিত ঘটনা ঘটলে ব্যতিক্রম লক্ষ করা গেছে সোমবার।

পত্রিকা বিক্রি করে সংসার চালান মিজানুর রহমান। তিনি বলেন, দেশে কোন ধরনের আলোচিত ঘটনা ঘটলে পরের দিন পত্রিকা বেশি বিক্রি হয়। কিন্তু সোমবার পত্রিকা বিক্রি বেশি না হয়ে বরং কমেছে।

সোমবার প্রত্রিকা বিক্রি বেশি হবে এমন প্রত্যাশা ছিল কামরুল ইসলামের। কিন্তু তার প্রত্যাশা বাস্তবে পরিণত হয়নি।

পত্রিকা কম বিক্রি হওয়ার কারণ হিসাবে তিনি বলেন, মানুষ আতঙ্কে বাইরে বের হচ্ছে না। এই কারণে অফিস আদালতে মানুষের উপস্থিতি কম। এ জন্য পত্রিকা কম বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

আরেক পত্রিকা ব্যবসায়ী ছালেহা বেগম জানান, গত ১ মাস ধরে পত্রিকা বিক্রি কমে গেছে। তা ছাড়া গত দুই দিন ধরে পত্রিকা বিক্রি আরো কমে গেছে বলে জানান তিনি।

ছালেহা বেগম জানান, আগে প্রতিদিন চাকরির খবর পত্রিকাটি প্রায় সাড়ে ৩০০ বিক্রি করতেন তিনি। কিন্তু গত এক সপ্তাহে সেখানে দেড়শ বিক্রি করতে পারেননি।

(দ্য রিপোর্ট/আরএ/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)