কলকাতা প্রতিনিধি : ‘চিট ফান্ড’সহ বিভিন্ন আর্থিক জালিয়াতিতে চলতি বছরে ৪০ হাজার কোটি রুপিরও বেশি খুইয়েছেন ভারতের জনগণ। এর মধ্যে সারদা গোষ্ঠীসহ পশ্চিমবঙ্গেই জালিয়াতি হয়েছে প্রায় ৩০ হাজার কোটি রুপির।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের ৭৬টি সংস্থার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত এপ্রিলে কেন্দ্রীয় সংস্থা এসএফআইও’কে (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস) তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। ডিসেম্বরে সংস্থাটির চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

২০১১-১২ বছরে আর্থিক জালিয়াতির তদন্তে গঠিত বিশেষ সংস্থা এসএফআইও’কে ১২টি সংস্থার অনিয়ম তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ২০১২-১৩ বছরে তা বেড়ে দাঁড়ায় ৪৬-এ। চলতি আর্থিক বছরে ৭৬টি সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এসএফআইও।

উদারনীতির কারণে আর্থিক বাজারে নজরদারি তুলে নেওয়া ও সরকারি নিয়ন্ত্রণে গুরুতর ফাঁক থাকায় এ জালিয়াতির ঘটনা ঘটেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে, সারদা কেলেঙ্কারিতে আর্থিক বাজারে নিয়ন্ত্রণে ঘাটতির সঙ্গে ছিল রাজনৈতিক যোগসাজশ।

২০১১’র পর ডাকঘরে স্বল্প সঞ্চয়ে আমানতের পরিমাণ কমতে থাকার সময়ও বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেছে মমতার তৃণমূল কংগ্রেস সরকার। উপেক্ষা করা হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলোর দেওয়া সতর্কতাও। সারদাগোষ্ঠীর সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশের খবর বের হওয়ায় সিবিআইয়ের তদন্তের দাবি উঠেছে। তবে রাজ্য সরকার আদালতে এ দাবির বিরোধিতা করেছে। এ অবস্থায় এসএফআইও তদন্তের দায়িত্ব পেলেও মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের তেমন সুযোগ পায়নি।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ডিসেম্বর ৩০, ২০১৩)