সিরিয়ায় দুই সপ্তাহে নিহত ৫০০
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্রোহীদের ওপর চালানো সরকারি বাহিনীর বিমান হামলায় পাঁচশ’য়েরও বেশি নাগরিক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস রবিবার এ তথ্য প্রকাশ করেছে। খবর আলজাজিরার।
নিহতদের মধ্যে ১৫১ জন শিশুও রয়েছে বলে মানবাধিকার সংস্থাটির ওই প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক বলে জানানো হয়েছে।
এদিকে, রাজধানী দামাস্কাসের কাছে একটি শিল্পনগরী থেকে প্রায় পাঁচ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। ওই অঞ্চলে আল-কায়েদা সমর্থিত বিদ্রোহী দলের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে।
গত শনিবার আলেপ্পোর একটি সবজি বাজারে সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় অন্তত ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে
কোনো বক্তব্য দেওয়া হয়নি।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ৩০, ২০১৩)