ভোলা সংবাদদাতা : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনকে আটকের প্রতিবাদে তার নিজ জেলা ভোলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

সোমবার দুপুর দেড়টার দিকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া জানান, বরিবার ও সোমবার খালেদা জিয়াকে বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। এ ছাড়া মেজর (অব.) হাফিজ উদ্দিনকে আটক করা ও কেন্দ্রীয় নেতাদের মার্চ ফর ডেমোক্রেসিতে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধা হরতালের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএসবি/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)