বছরের সেরা পোশাকধারী পুরুষ পোপ ফ্রান্সিস!
দ্য রিপোর্ট ডেস্ক : ভ্যাটিকানের আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস ধর্মযাজকের পাশাপাশি এবার স্টাইল আইকনে পরিণত হলেন! সম্প্রতি পুরুষের স্টাইল ও লাইফস্টাইল বিষয়ক ইউএস ম্যাগাজিন এস্কয়ার পোপ ফ্রান্সিসেকে ২০১৩ সালের সেরা পোশাকধারী পুরুষ হিসেবে নির্বাচিত করেছে। খবর ডেইলি মেইলের।
ম্যাগাজিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে ‘রীতিবিরুদ্ধ’ হিসেবে উল্লেখ করলেও ফ্রান্সিসের শিষ্টাচারযুক্ত সাধারণ পোশাক পরিধানকে ক্যাথলিক চার্চের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের ইঙ্গিত বলে মন্তব্য করেছে।
এফআইটি’র পোশাক ডিজাইনের শিক্ষক মার্ক-ইভান ব্ল্যাকম্যান বলেন, ‘তার পোশাক পরিধানের স্টাইল সহজেই যে কাউকে আকৃষ্ট করবে।’
তিনি বলেন, ‘আমি স্মরণ করছি যখন দ্বিতীয় জন পলকে সমাধিস্থ করার পর তার সম্ভ্রান্ত উজ্জ্বল লাল জুতো জোড়া রেখে দেওয়া হয়। কিন্তু নির্বাচিত হওয়ার পর বর্তমান পোপ ওই জুতো জোড়া পরতে অস্বীকার করেন। আমি মনে করি তার এ আচরণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই জনপ্রিয় টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন পোপ ফ্রান্সিস।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ৩০, ২০১৩)