সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে (৪০) বাড়ি থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার বাঐতারা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেল ৫টার দিকে সাইফুল ইসলামকে বাড়িতে লোক পাঠিয়ে ডেকে নেওয়া হয়। তিনি ছাতিয়ানতলী পুরাতন বাজারে পৌঁছানেরা সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরকে/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)