গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে মোটরসাইকেল ও ইজি বাইকের সংঘর্ষে আমিত খাঁন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, সদর উপজেলার গোপীনাথপুরে ট্রাক থেকে বালু নামিয়ে একটি ইজি বাইকে করে গোপালগঞ্জ ফিরছিলেন শ্রমিক আমিত খাঁন। এ সময় ইজি বাইকটি ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে আমিত খাঁন নিহত হন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মোটরসাইকেলটিকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/এসবিএম/এপি/ডিসেম্বর ৩০, ২০১৩)