দ্য রিপোর্ট প্রতিবেদক : সবার প্রিয় খেলা এখন ক্রিকেট। সেই ক্রিকেট যেখানেই হোক; সব রাজনৈতিক দলের নেতারাও এর সমর্থন করেন। তাই ক্রিকেটকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে চায় প্রধান বিরোধী দল বিএনপিও। তবে এখানে কিছু কিন্তু জড়িত। সেই কিন্তু কী? যখনই নিরাপত্তা বিষয়টি আসছে; তখনই এ কিন্তু যুক্ত হচ্ছে।

বিএনপির ক্রীড়া সম্পাদক কর্নেল (অব.) এম এ লতিফ বলেছেন, ‘ক্রিকেটকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে বিএনপিও প্রস্তুত। কিন্তু ক্রিকেট খেলার সময় নিরাপত্তা দেওয়ার বিষয়টি তখনই নিশ্চিত হয়, যখন কিনা বিরোধীদলের নেতার নিরাপত্তাও থাকে। এখন যে অবস্থা কেউ নিরাপদ নয়।’

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সিইও’র সঙ্গে দেখা করতে আসেন লতিফ। উদ্দেশ্য, এশিয়া কাপ, শ্রীলঙ্কা সফর ও টোয়েন্টি২০ বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরা। বিসিবি বিএনপির ঊর্ধ্বতনও নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাওয়াতেই লতিফ মিরপুরে বিসিবির কার্যালয়ে আসেন। কিন্তু তিনি এখনই নিরাপত্তার বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি।

তিনি বলেছেন, ‘বিসিবি চাইছে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে। কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিভাবে দেখা হবে? অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কোনভাবেই এখন সম্ভব হচ্ছে না। যেখানে বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তা নেই, সেখানে নিরাপত্তা বিষয় নিয়ে কিভাবে আলোচনা হবে।’

লতিফ একটি আহ্বানও করেছেন। তিনি চান এ ইভেন্টগুলোর জন্য দ্রুত সমাধান হওয়া উচিত। এজন্য পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের হাই কমিশনারদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সভা হওয়া উচিত। তা চা চক্রের মাধ্যমেও হতে পারে। তাহলে ইভেন্টগুলো নিয়ে নিরাপত্তা ইস্যুতে একটা সমাধান আসবে। সঙ্গে এ ইভেন্টগুলো হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তাও দূর হবে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ৩০, ২০১৩)