রংপুর সংবাদদাতা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী জনসভা করতে মঙ্গলবার রংপুরে আসছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের দিন রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় ১৮ দলীয় জোট।

রংপুর-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণসংযোগ করতে মঙ্গলবার পীরগঞ্জ আসছেন। ওইদিন সকালে আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে পীরগঞ্জে বেশ কয়েকটি পথসভা ও গণসংযোগে যোগ দিবেন তিনি।

জেলা আলীগের সহ- সভাপতি ছাহাদত হোসেন জানান, প্রধানমন্ত্রী রড়দরগা মাজার, পাঁচগাচী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ ইউনিয়নের লালদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় যোগ দিবেন। দুপুরে তার নিজ বাসভবন জয়সদনে মধ্যাহৃ ভোজের পর নিকট আত্মীয় ও নেতা–কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে এরকতরফা নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরে আসতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে স্থানীয় ১৮ দল।

নগরীর স্থানীয় একটি অভিজাত হোটেলে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেওয়া হয়।

এ ছাড়া সংবাদ সম্মেলনে ১৮ দলের পক্ষে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামসুজ্জামান সামু মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য রংপুরবাসীর প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে আঠারো দলের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)