সাতক্ষীরা সংবাদদাতা : জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আবু তালেবকে (৬০) আটক করেছে পুলিশ।

সোমবার বেলা তিনটার সময় উপজেলার হেলাতলাস্থ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে গাছ কাটা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বেশ কিছু অভিযোগে মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)