দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক পরিস্তিতি এবং বিএনপি চেয়ারপারসনকে নিজ বাসভবনে ‘অবরুদ্ধ’ করে রাখার পরিপ্রেক্ষিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে।

সংবাদ সম্মেলনে জোটটি তাদের অবস্থান ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

এর আগে, ২৬ ডিসেম্বর বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপস্থিতিতে এই জোটের ঘোষণাপত্র পাঠ করা হয়।

জোটের পক্ষ থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও ১৮ দলীয় জোটের চলমান রাজনৈতিক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। তবে জামায়াত থাকায় ১৮ দলীয় জোটের সঙ্গে নির্বাচন না করার ঘোষণা দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/ডিসেম্বর ৩০, ২০১৩)