ইন্টারনেটে ভোক্তাদের জন্য প্রতারণার ফাঁদ
দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি গামট্রিতে চার মাস বয়সি সন্তানকে দেড় লাখ পাউন্ডের বিনিময়ে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এক ব্রিটিশ নারী। এরপরই অবশ্য ওই নারী এটিকে স্রেফ কৌতুক বলে এক বার্তায় জানিয়েছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে শনিবার তা ছাপা হয়।
নিয়মিত এরকম হাজারো বিজ্ঞাপন দেওয়া হয় ইন্টারনেটে। এগুলো কি আসলেই বিজ্ঞাপন না ভোক্তাদের জন্য অপরাধীদের পাতা ফাঁদ!
সম্প্রতি পুলিশ এ জাতীয় বিজ্ঞাপনগুলোকে প্রতারণার নতুন কৌশল হিসেবেই চিহ্নিত করেছে। এ জাতীয় বিজ্ঞাপন দেখে ধোঁকায় না পরতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে তারা।
সম্প্রতি ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা সপ্তাহে গামট্রিতে ইন্টারনেট কেলেঙ্কারীর প্রায় ২৫০টি ফোন পেয়ে থাকে।
গামট্রির এই কর্মকাণ্ডে জাতীয় প্রতারণা নিয়ন্ত্রণকারী সংস্থা পুলিশের কাছে একটি প্রতিবেদন জমা দেয়। পুলিশ এ ব্যাপারে তদন্ত করে ভোক্তাদের সতর্ক করলেও তিন-চতুর্থাংশ ভোক্তাই এটাকে পাত্তা দেয় না।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ৩০, ২০১৩)