সিলেট অফিস : বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে আটকের প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা ও মহানগর ১৮ দলীয় জোট।

সোমবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফফার।

মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি এমএ হক জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসানের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হওয়ার পরপরই শমসের মবিন চৌধুরীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর প্রতিবাদে জেলা ও মহানগর ১৮ দলীয় জোট সোমবার রাত ৮টায় আলোচনা করে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/ডব্লিউএস/এমএআর/ডিসেম্বর ৩০, ২০১৩)