‘আ’লীগ দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী সরকার সারাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
একই সঙ্গে ১৮ দলীয় জোট ঘোষিত মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ ও ১ জানুয়ারি বুধবার থেকে অনির্দিষ্টিকালের জন্য টানা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহবান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে দেশে এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে। তাদের আক্রমণের শিকার হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। জাতির জাগ্রত বিবেক সাংবাদিকদের প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে তারা হামলা চালিয়ে ভাঙচর করেছে।’
তিনি বলেন, ‘সরকার বিরোধী দল উৎখাতের প্রকাশ্য ঘোষণা দিয়ে সোমবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দলীয় সন্ত্রাসীদের দিয়ে সশস্ত্র সমাবেশের আয়োজন করে। অপরদিকে বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি ভণ্ডুল করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করে ঢাকা মহানগরীকে অবরুদ্ধ করে রাখে। শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা জনতাকে গণহারে গ্রেফতার করে।’
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার একদলীয় প্রহসনের নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করার যে চক্রান্ত করছে তা কখনো সফল হবে না। অস্ত্র ও রাষ্ট্র শক্তির জোরে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে চলমান শান্তিপূর্ণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে সরকারের পতন ঘটিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষা এবং মানুষের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করবে।’
(দ্য রিপোর্ট/কেএ/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)