চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিজের দোকানে দগ্ধ হয়ে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপজেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক। সোমবার রাত ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ বাজারের পদ্মা হলের পাশের চাতাল থেকে একাধিক মামলার আসামি শিবগঞ্জ পৌর যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিনকে যৌথবাহিনী গ্রেফতার করে। এর পরপরই বিএনপি-জামায়াত কর্মীরা শিবগঞ্জ বাজারের আওয়ামী লীগ সমর্থক এনামুল হকের হার্ডওয়্যারের দোকানে ও সিভেন দত্তের মুদির দোকানে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও এই সময় অগ্নিদগ্ধ হয়ে শিবগঞ্জ বনিক সমিতির সভাপতি এনামুল হক মারা যান।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এমদাদুল হকের বাড়িতে ১৮ দলীয় জোটের কর্মীরা আগুন দিলেও এলাকাবাসী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিভিয়ে ফেলে।

(দ্য রিপোর্ট/এআরএন/কেএ/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)