ঘরে বসে চুলের যত্ন
দ্য রিপোর্ট ডেস্ক : ধরন বুঝে ঘরে বসেই চুলের নিয়মিত যত্নসহ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। সুস্থ্য-সবল চুল পেতে আপনার রান্নাঘর ও ফ্রিজে ঢু মারাই যথেষ্ট। তেমন কিছু সহজ যত্ন জেনে নিন-
শুষ্ক চুলের জন্য: ৩ টেবিল চামচ এক্সটা ভার্জিন অয়েল ও দুটি ডিম ভালো করে মিশিয়ে নিন। তারপর চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এটি চুলের ভেঙ্গে যাওয়ার প্রবণতা দূর করবে।
সব ধরনের চুলের জন্য: কিছু অ্যাভোকোডা থেতলে মধু মিশিয়ে চুলে ভালো করে লাগান। ২০ মিনিট রেখে দিন। এটি চুলকে নরম ও স্বাস্থ্যোজ্জ্বল করে।
তৈলাক্ত চুলের জন্য: এই মিশ্রণ বানাতে লাগবে এক কাপের এক-চতুর্থাংশ অ্যাপল সাইডার ভিনেগার ও লেবুর খোসা চূর্ণ। সবগুলো উপাদান মিশিয়ে চুলে লাগান। ২৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এটি চুল থেকে অতিরিক্ত তেল ঝরাতে সাহায্য করে।
শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য: এর জন্য দরকার পাকা কলার অর্ধেক, ২ টেবিল চামচ মধু ও কয়েকে ফোঁটা অ্যালমন্ড ওয়েল। সবগুলো উপাদান মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এবার ধুয়ে ফেলুন। এটি চুলের আর্দ্রতা রক্ষা করে এবং খুঁশকিমুক্ত রাখতে সাহায্য করে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/জানুয়ারি ০৩, ২০১৪)