দক্ষিণ সুরমায় ১১০ পিস ইয়াবাসহ আটক ১
সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমায় ১১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সোয়া ৮টায় দক্ষিণ সুরমার রেলওয়ে স্টশনের বিসমিল্লাহ কাঠের দোকানের সামন থেকে রুমন আহমদ (২০) নামের ওই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটক রুমন সিলেট নগরীর শেখঘাট এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।
সোমবার রাত সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের ওসি এনামুল মনোয়ার দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ রুমনকে আটক করা হয়। আটক রুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছে।
(দ্য রিপোর্ট/এমজেসি/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)