ফের কলেজে ভর্তি হচ্ছেন প্রিন্স উইলিয়াম
দ্য রিপোর্ট ডেস্ক : ফুলটাইম ছাত্র হিসেবে আবারও কলেজে ভর্তি হচ্ছেন প্রিন্স উইলিয়াম। সোমবার রাজ পরিবার সূ্ত্র এমনটিই জানিয়েছে। খবর এএফপি।
আগামী সপ্তাহেই বিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ক্লাস করবেন প্রিন্স উইলিয়াম। কৃষি ব্যবস্থাপনার ওপর ১০ সপ্তাহের কোর্সে ভর্তি হয়েছেন তিনি।
রাজ পরিবারের এক মুখপাত্র জানান, ৩১ বছর বয়সী প্রিন্স ক্লাসে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছেন। কোর্সে উইলিয়ামকে সপ্তাহে ১৮ থেকে ২০ ঘণ্টার লেকচারে অংশ নিতে হবে।
গত সেপ্টেম্বরে সার্চ ও রেসকিউ হেলিকপ্টার পাইলট হিসেবে তিন বছর কাজ করার পর রয়েল এয়ার ফোর্স থেকে অবসর নেন প্রিন্স উইলিয়াম।
আগামী মার্চে এই কোর্স শেষে এপ্রিলে স্ত্রী কেট ও পুত্র প্রিন্স জর্জসহ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফেরে যাবেন তিনি।
(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)