দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ২৬ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রথম প্রহরে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৮ জন পশ্চিম তীরের, তিনজন গাজার এবং পাঁচজন পূর্ব জেরুজালেমের।

মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বন্দীদের মুক্তি দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যপ্রাচ্য সফরের ঠিক একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিশ্রুত ১০৪ জন বন্দী মুক্তির তৃতীয় দফায় এদের মুক্তি দেওয়া হলো।

মুক্তিপ্রাপ্তদের বিরুদ্ধে ইসরায়েলি সৈন্য বা নাগরিক হত্যার অভিযোগ রয়েছে। এরা ১৯ থেকে ২৮ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে দেশটির কারাগারে বন্দী ছিল।

বন্দীদের মুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)