অবরোধে ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই বন্ধ
ঠাকুরগাঁও সংবাদদাতা : হরতাল-অবরোধে যান চলাচল বাধাগ্রস্ত থাকায় চলতি মৌসুমে আখ মাড়াই বন্ধ আছে ঠাকুরগাঁও চিনিকলে। মিলে আখ সরবরাহ দিতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অন্যদিকে মিলটিও লোকসান গুনবে বলে জানান সংশ্লিষ্টরা।
মিল বন্ধ থাকায় টাকার অভাবে অনেকে কমদামে গুড় ব্যবসায়ীদের কাছে আখ বিক্রি করে দিচ্ছেন। সদর উপজেলার গিলাবাড়ি গ্রামের জয়নাল আবেদিন জানান, সার ও আলুবীজ কেনার জন্য তিনি গুড় ব্যবসায়ীদের কাছে পানির দরে ক্ষেতের আখ বিক্রি করতে বাধ্য হয়েছেন। তিনি জানান, তার গ্রামের অনেকেই সংসারের খরচ জোগাড় করতে কমদামে ব্যবসায়ীদের কাছে আখ বিক্রি করছেন।
আখচাষি সমিতির নেতা রুহুল আমিন জানান, চিনিকল অবরোধ-হরতালমুক্ত রাখার অনুরোধ জানিয়ে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে আবেদন জানানো হয়। কিন্তু তাদের পক্ষ থেকে ছাড় পাওয়া যায়নি। এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ধারার আন্দোলনে কর্মসূচি শিথিল করা যাচ্ছে না।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর ২০১৩-১৪ সালের মাড়াই মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কিন্তু আখের অভাবে মাড়াই কাজ চালানো সম্ভব হচ্ছে না। ফলে কারখানার চাকা বন্ধ রয়েছে।
চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, চলতি আখ মাড়াই মৌসুমে ১ লাখ ১৫ হাজার টন আখ মাড়াই করে ৮ হাজার ৫০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। তবে আখের অভাবে মিল চালু রাখা সম্ভব হচ্ছে না।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)