বিএনপিকে আর ছাড় নয় : আওয়ামী লীগ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকারের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনার ব্যাপারে আর কোনো নমনীয় মনোভাব দেখানোর সুযোগ নেই বলে দাবি করেছেন ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। তারা বলেছেন, সর্বোচ্চ ছাড় ও সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রবিবার রাতে তার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এসব কথা বলেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি-নির্ধারণী পর্যায়ের বৈঠকে বলেছেন, আমি আলোচনার দরজা বন্ধ করতে চাই না। আমি এখনো ধৈর্য্যহারা হইনি।
তিনি বলেন, আলোচনার উদ্যোগ তো আমরাই নিয়েছি। সমঝোতার জন্য চেষ্টাও করে যাচ্ছি।
বৈঠকে উপস্থিত এক নেতা দিরিপোর্ট২৪কে জানান, টেলিফোন করার পরও বিরোধী দলীয় নেত্রী তার অবস্থান পরিবর্তন না করায় প্রধানমন্ত্রী হতাশা প্রকাশ করেন।
(দিরিপোর্ট২৪/আমান/এমএআর/অক্টোবর ২৮, ২০১৩)