মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে যৌথবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ আব্দুল জব্বার নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল জব্বার আমঝুপি ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও জামায়াতের ওয়ার্ড সভাপতি। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৫টি বোমা উদ্ধার করেছে।

জানা যায়, সোমবার রাত ২টার দিকে জামায়াত নেতা গুলিবিদ্ধ হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে অভিযান চালিয়ে যৌথবাহিনীর একটি টিম তাকে আটক করে। পরে সোমবার রাতে তাকে নিয়ে নিজ এলাকায় (হিজলী) আসামি ধরতে গেলে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের গোলাগুলির এক পর্যায়ে আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ এমডি/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)