রংপুর সংবাদদাতা : রংপুর জেলায় মঙ্গলবার ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে ১৮ দল এ হরতাল আহ্বান করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরতালকারীরা নগরীর কলেজ রোডে আগুন ধরিয়ে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশি বাধায় করতে পারেনি। এ ছাড়া নগরীর কোথাও পিকেটিং করতে দেখা যায়নি হরতালকারীদের।

হরতালে জেলা ও আন্তঃজেলা বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকলেও সব ধরনের গণপরিবহন চলাচল করছে। রেলস্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব দোকানপাট খুলতে শুরু করেছে। নগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে। এদিকে সকালে নাশকতার অভিযোগে ১৮ দলের ৬ জনকে আটক করেছে পুলিশ।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর দ্য রিপোর্টকে জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)