মাগুরায় যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার
মাগুরা সংবাদদাতা : মাগুরার চাঁদপুর মানদারতলা থেকে কামরুল ইসলাম (৩৩) নামের এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ দ্য রিপোর্টকে জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার চাঁদপুর মানদারতলায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ রাস্তার পাশ থেকে কামরুল ইসলাম নামের ওই যুবকের গলাকাটা মৃতদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। যে স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে প্রায়ই ডাকাতি ও ছিনতাই হয়ে থাকে। নিহত কামরুল ব্যবসায়িক কাজ শেষে নিজবাড়ি গোপালগ্রাম যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
(দ্য রিপোর্ট/এসই/এএস/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)