২০১৩ সালে বিশ্বজুড়ে ৭০ সাংবাদিক নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালে বিশ্বে দায়িত্বরত অবস্থায় ৭০ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে ২৯ জন ও ইরাকে নিহত হয়েছেন ১০ সাংবাদিক। কমিটি অব প্রটেক্ট জার্নালিস্ট এ খবর জানিয়েছে।
মিসরে মুরসি সরকারের পতনের পর নিরাপত্তারক্ষী ও বিক্ষোভকারীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশটিতে ৬ সাংবাদিক নিহত হয়েছেন।
কমিটি অব প্রটেক্ট জার্নালিস্টের উপ-পরিচালক রবার্ট মাহানি এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্য সাংবাদিক হত্যার চারণভূমি হয়ে উঠেছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় সব দেশের সরকার ও সশস্ত্র দলগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা উচিত। একই সঙ্গে সাংবাদিক হত্যাকারীদের বিচারের আওতায় আনা উচিত।
নিউইয়র্কভিত্তিক কমিটি অব প্রটেক্ট জার্নালিস্ট ১৯৯২ সাল থেকে বিশ্বে সাংবাদিক নিহত হওয়ার হিসাব রাখছে। (সূত্র : এপি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)