মুন্সীগঞ্জ সংবাদদাতা : পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় মঙ্গলবারও মাওয়া চরজানাজাত নৌরুটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মাওয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে পদ্মার মাঝনদীতে কিছু হালকা যানবাহন ও পণ্যবাহী ট্রাকসহ ফুললোড অবস্থায় রো রো ফেরি শাহ মকদুম, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কলমিলতা, কনকচাঁপা, রানীক্ষেত, রায়পুরা, রামশ্রী, লেংটিং ও থোবালসহ ৯টি ফেরি নোঙরে থাকে। অপরদিকে কাওড়াকান্দি ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, রানীগঞ্জ, টাপলো ও কাকলীসহ ৪টি ফেরি লোড অবস্থায় বিভিন্ন পন্টুনে ভেড়ানো ছিল। এ সময় মাওয়া ঘাটে কোনো ফেরি ছিল না। মঙ্গলবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)