কুষ্টিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শিবপুর কবরস্থানের কাছে রাকিবুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
নিহত রাকিবুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর ইউনিয়নের বেল বাড়াদি গ্রামের দুবাই প্রবাসী রিয়াজুল হকের ছেলে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, রাকিবুল সোমবার সকাল ১০টার দিকে জেএসসি পরীক্ষার ফল নিতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
(দ্য রিপোর্ট/এফএ/এফএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৩)