অভয়নগরে আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
যশোর সংবাদদাতা : যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুর্বৃত্তরা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যালয়ের ৭০ শতাংশ পুড়ে গেছে।
একই রাতে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা কার্যালয়ের চেয়ার-টেবিল নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, এ দুটি কার্যালয় যশোর-৪ (বাঘারপাড়া-অয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিৎ রায়ের নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
অভয়নগর থানার ওসি ইমদাদুল হক দ্য রিপোর্টকে জানান, আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কেবল পোস্টার পোড়ানো হয়েছে।
গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের কথা তিনি স্বীকার করেছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এএস/ডিসেম্বর ৩১, ২০১৩)