যশোর সংবাদদাতা : ছেলের আটকের সংবাদে মারা গেলেন পিতা আনজের আলী। মঙ্গলবার ভোররাতে তিনি নিজ বাসভবনেই মারা যান। পুলিশ বলছে, আনজের আলীর বয়স ৬২ বছর, শীতের কারণেও তার মৃত্যু হতে পারে। যৌথবাহিনী সোমবার রাতে আনজের আলীর ছেলে সুমন হোসেনকে আটক করে।  

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে যশোরে যৌথবাহিনী আটক করে সুমন হোসেনসহ সাতজনকে। আটকরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সুমন হোসেনকে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে কোতোয়ালি থানা থেকে।

কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ দ্য রিপোর্টকে জানান, যৌথবাহিনী সোমবার গভীর রাতে যশোর সদরের নরেন্দ্রপুর, জিরাট, কেফায়েতনগর প্রভৃতি স্থান থেকে সাতজনকে আটক করে। তাদের মধ্যে সুমন হোসেন নামে এক যুবক রয়েছে। যার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই। তাছাড়া তার বাবা আনজের আলী হঠাৎ মারা যাওয়ায় তাকে সকাল ১১টার দিকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, সুমনের বাবা আনজের আলীর বয়স প্রায় ৬২ বছর। বয়সের ভার, শীতের তীব্রতা কিংবা ছেলের টেনশনেও তার মৃত্যু হতে পারে।

(দ্য রিপোর্ট/জেএম/এএস/লতিফ/ডিসেম্বর ৩১, ২০১৩)