মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় মাদ্রাসা ছাত্র নিহত
মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের শিবচর উপজেলায় মাদ্রাসা ছাত্র হাসান মোল্লাকে (১৫) সোমবার দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। হাসান মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছে।
হাসানের বাবা নূরু বেপারী জানান, সোমবার সকালে দুর্বৃত্তরা হাসান মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে হাসান মারা যায়।
এলাকাবাসী ও নিহতের চাচাতো ভাই জামাল বেপারী জানান, নিহত হাসান মোল্লা রাজারচর আল জামিয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। এ বছর জেডিসি পরীক্ষায় ৪ দশমিক ২০ গ্রেড পেয়ে হাসান পাস করে।
এ ব্যাপারে শিবচর থানার ওসি মাসুদ খান দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ৩১, ২০১৩)