সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ৮ জামায়াত-শিবিরকর্মীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের জামায়াতকর্মী আব্দুল মতিন (৫০), গোপীনাথপুর গ্রামের জহুরুল ইসলাম (৪৫), নূর ইসলাম (৩৫), সিংগলাল গ্রামের ইব্রাহিম হোসেন (২০), ব্রজবাকসা গ্রামের আবু তালেব (৬০), কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের আবু ওবায়দা (২০), তালা উপজেলার একরামুল শেখ (২৭), তালা উপজেলার খলিষখালী গ্রামের নূর আলী মোড়ল (৪৫), দেবহাটার হাজীপুর গ্রামের আরিফুল ইসলাম (১৮) ও পাটকেলঘাটা উপজেলার খলিষখালী গ্রামের নূর আলী মোড়ল (৪৫)।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন দ্য রিপোর্টকে জানান, আটকদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর এবং গাছ কেটে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)