সহিংসতার জেরে ইরাকে ৪৪ এমপির পদত্যাগ
দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের আনবার প্রদেশে সহিংসতার জের ধরে একসঙ্গে ৪৪ জন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার তারা এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।
এর আগে গত রবিবার আনবার প্রদেশে এক সুন্নি এমপির বাসায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে কমপক্ষে ৫ জন নিহত হয় এবং ওই সুন্নি এমপিকে আটক করা হয়।
এ ছাড়াও সোমবার ইরাকের পুলিশ একটি সুন্নি মুসলিমদের প্রতিরোধ ঘাঁটিতে অভিযান চালালে আরো ১৩ জন মারা যায়। ওই ঘাঁটি থেকে সুন্নিরা শিয়া সরকার নুরে আল মালিকির বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করছিলো।
সুন্নি এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার এবং সুন্নি এমপি আহমেদ আল আলওয়ানির মুক্তির দাবিতে ইরাকের পার্লামেন্ট থেকে সুন্নি এমপিরা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/ডিসেম্বর ৩১, ২০১৩)